WB Asha Job Recruitment 2024 – আগ্রহী সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় নতুন একটি খুশির খবর। ব্লকে আশা কর্মী পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবেন। রাজ্যের 23 টি জেলার মধ্যে কিছু জেলায় আবেদন শুরু হয়েছে এবং বাকি জেলায় কিছুদিনের মধ্যে আবেদন শুরু হবে।
WB Asha Job Recruitment 2024
আশা কর্মী পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য নিচে দেওয়া স্টেপ গুলি মনোযোগ সহকারে পড়ুন এবং আবেদন করুন। WB Asha Job Recruitment 2024
১) পদের নাম কি
২) বয়স সীমা
৩) বেতন সীমা
৪) শিক্ষাগত যোগ্যতা
৫) আবেদন পদ্ধতি
৬) নিয়োগ প্রক্রিয়া
৭) আবেদন মূল্য
৮) আবেদনের শেষ তারিখ
পদের নাম – এখানে নতুন করে ব্লকে আশা (Asha) কর্মী পদে গ্রামের সাব সেন্টার গুলিতে নিয়োগ করার জন্য আবেদন চলছে।
WB Asha Job Recruitment 2024
বয়স সীমা কত – আবেদনকারী প্রার্থীদের বয়স হতে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST চাকরি প্রার্থীদের 5 বছর বয়সের ছাড় রয়েছে।
বেতন সীমা কত – আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরুতে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী পদে বেতন দেওয়া হয় সেভাবে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারী সকল চাকরি প্রার্থীদের যোগ্যতা হতে হবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এ পাস করে থাকতে হবে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং এমএস অফিস ও ইন্টারনেট বিষয়ে দক্ষতা থাকতে হবে। যোগ্যতা বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে দেখুন।
WB Asha Job Recruitment 2024
আবেদনের কাগজপত্র:
১) বয়সের প্রমাণপত্র
২) আধার কার্ড অথবা ভোটের কার্ড
৩) রেশন কার্ড
৪) কাস্ট সার্টিফিকেট
৫) অভিজ্ঞতা সার্টিফিকেট
৬) পাঁচ টাকার স্ট্যাম্প
৭) প্রার্থী পাসপোর্ট সাইজের ফটো
আবেদন পদ্ধতি কীভাবে:
সকল আবেদনকারী প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরিপ্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি শেষে আবেদন পত্রটি রয়েছে। আবেদন পত্রটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে হাতে-কলমে সুন্দর করে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
জমা দেওয়ার ঠিকানা – নিম্নে স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছে কোথায় জমা করতে হবে কি দেখতে হবে মনোযোগ সহকারে দেখুন এবং জমা করুন।
WB Asha Job Recruitment 2024
নিয়োগ প্রক্রিয়া দেখুন:
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে।
১) প্রথমত একটি মেরিট লিস্ট তৈরি করা হবে যোগ্যতার উপর ভিত্তি করে এবং হেলথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে।
২) দ্বিতীয়তঃ লিখিত পরীক্ষা ৫০ নম্বর হবে এবং কম্পিউটার স্কিল টেস্ট (CST) ২৫ নম্বরের হবে।
এই দুটি পরীক্ষায় যে সকল চাকরিপ্রার্থী পাস করবে তাদের সরাসরি আশা কর্মী পদে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :
আগামী ৩ এ ডিসেম্বর ২৪ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জমা করতে পারবে অফলাইনে মাধ্যমে। প্রতিবেদনটি প্রথম থেকে মনোযোগ সহকারে পড়ুন এবং নিচে দেওয়া বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।
নিয়োগ কারী সংস্থা :
আশা কর্মী পদে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ সাবডিভিশনের হেমতাবাদ ব্লকে একটি শূন্য পদে নিয়োগ করা হবে।
Website Link | Click Here |
Notification | Download |
নতুন চাকরি খবর | Click Here |