SMC Electrician Job Recruitment 2024 – সকল আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন পক্ষ থেকে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে ছেলে ও মেয়ে প্রত্যেকেই। কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে চাকরিপ্রার্থীদের সুবিধের জন্য।
SMC Electrician Job Recruitment 2024
মিউনিসিপাল কর্পোরেশনে কিভাবে আবেদন করবেন এবং নিচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে আবেদন করুন। SMC Electrician Job Recruitment 2024
১) পদের নাম কি কি
২) শূন্য পদ কত
৩) বয়স সীমা
৪) বেতন সীমা
৫) আবেদন পদ্ধতি
৬) নিয়োগ প্রক্রিয়া
৭) আবেদন মূল্য
৮) আবেদনের শেষ তারিখ
৯) নিয়োগ সংস্থা
পদের নাম কি কি :
১) এখানে নতুন করে ইলেকট্রিশিয়ান পদে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ চালু হয়েছে।
SMC Electrician Job Recruitment 2024
নিয়োগ কারী সংস্থা :
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Siliguri Municipal Corporation)পক্ষ থেকে নিয়োগ করা হবে।
বয়স ও বেতন সীমা:
১) আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীদের বয়সে ছাড় থাকবে। বড় হিসেব করতে হবে ১ জানুয়ারি ২০২২৪ তারিখ অনুযায়ী।
২) আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরুতে ১০,০০০/- হাজার টাকা দেওয়া হবে এবং পরবর্তীকালে বেতন বাড়ানোর সুযোগ-সুবিধা রয়েছে এই চাকরিতে।
SMC Electrician Job Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে:
আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান কোর্স পাশ করে থাকতে হবে। যোগ্যতা বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে দেখুন।
আবেদন পদ্ধতি কিভাবে:
সকল ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে মাধ্যমে। সর্বপ্রথম চাকরিপ্রার্থীকে আবেদন পত্রটি পিন্ট আউট করে নিয়ে হাতে-কলমে সুন্দর করে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদন পত্র জমা করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আরো বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে দেখুন।
SMC Electrician Job Recruitment 2024
নিয়োগ প্রক্রিয়া দেখুন :
নিয়োগ প্রক্রিয়া বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে।
আবেদনের কাগজপত্র :
১) বয়সের প্রমাণপত্র
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৪) আধার কার্ড অথবা ভোটের কার্ড
৫) পাসপোর্ট সাইজের ফটো
৬) জাতিগত শংসাপত্র
৭) আরো অন্যান্য
আবেদনপত্র জমা করার স্থান :
To,
The Commissioner
Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Darjeeling,
Pin – 734001
মোট শূন্যপদ – ৩ টি।
আবেদনের শেষ তারিখ :
আগামী ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন সম্পন্ন করতে পারবেন। তাই আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়ুন অথবা বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত তথ্য গুলি মনোযোগ সহকারে দেখুন তারপরে আবেদন করুন।
Website Link | Click Here |
Notification | Download |
নতুন চাকরির খবর | Click Here |