রেলে যাতায়াত করলে মিলবে ১০ লক্ষ টাকা মাত্র ৪৫ পয়সায়, Rail Insurance Update 2024

By Admin

Published on:

Rail Insurance Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rail Insurance Update 2024 – পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতে আমরা প্রত্যেকেই জানি রেলে যাতায়াত সুবিধা কিন্তু আমরা কোন সময় দেখিনি রেলে কোনরকম ফাঁকা বা কম করা হয়েছে আমরা এটাই জানতে পেরেছি প্রতিদিন যে কোন রেল লাইনে বা যে কোন জায়গা যেতে রেলে ভিড়। তাই অনেক জায়গায় রেল দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে তার সুবিধার্থে সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা বীমা দেওয়া হবে। Rail Insurance Update 2024

Rail Insurance Update 2024

মাত্র ৪৫ পয়সায় যে সমস্ত যাত্রী দুর্ঘটনা পড়েছে বা তাদের মৃত্যু হয়েছে তাদেরকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে রেলের পক্ষ থেকে। এটা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় নিম্নে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। Rail Insurance Update 2024

আমরা প্রত্যেকেই জানি অনলাইন টিকিট করার সময় আমাদের ৪৫ পয়সার একটি অপশন আছে সেই অপশনটি মানে হচ্ছে রেল যাতায়াতের সময় কোন কারণে দুর্ঘটনা ঘটে গেলে তাদেরকে দশ লক্ষ টাকার বীমা দেওয়া হবে। অনেকেই আবার কাউন্টারে টিকিট কাটে সেখানে কিন্তু সেই রকম ইন্সুরেন্স বীমা থাকবে না শুধুমাত্র অনলাইন টিকিট করার ক্ষেত্রে এই সুবিধা যাত্রীরা পাবে।

Rail Insurance Update 2024

আবেদন পদ্ধতি কিভাবে:

১) মাত্র ৪৫ পয়সার বীমা ১০ লক্ষ টাকা, এই টাকা দুর্ঘটনায় যাত্রী মারা গেলে তার নমিনিকে দেওয়া হবে। আপনাদের মনে একটাই প্রশ্ন হতে পারে নমিনি নাম আমরা কখন দিব কিভাবে দিব।

২) আমরা যখন অনলাইনে টিকিট বুক করি যদি আমরা 45 পয়সার অপশনটিতে টিক মার্ক করে দেই তাহলে কিন্তু আমাদের বীমা এপ্লাই হয়ে গেল কিন্তু আরও কিছু নিয়ম রয়েছে সেটা হল টিকমার্ক করার পরে যে ইমেইল আইডি আমরা দিয়েছি টিকিট বুক করার সময়। সেই ইমেইল আইডিতে আমাদের ইন্সুরেন্সের লিংক দেওয়া হয়েছে। আপনারা সবাই লক্ষ্য রাখবেন।

সেই লিঙ্কটাতে ক্লিক করে বাকি ফর্মটি পূরণ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলআপ করে তার সঙ্গে সঙ্গে নমিনি নাম উল্লেখ করে দিতে হবে সেই অপশন সেখানে রয়েছে।

Rail Insurance Update 2024

এই দুটি কাজ সঠিকভাবে করা থাকলে রেলে যাতায়াতের সময় কোনো কারণে রেলের দুর্ঘটনা ঘটে গেলে যে যাত্রী মৃত্যু হয় তাদের পরিবারকে ১০ লক্ষ টাকার ইন্সুরেন্স কোম্পানি থেকে বীমা দেওয়া হচ্ছে।

মনোযোগ সহকারে মনে রাখবেন ১০ লক্ষ টাকার বীমা ইন্সুরেন্স কোম্পানি শুধুমাত্র যারা অনলাইনে টিকিট বুক করে তাদেরকে দেওয়া হবে, বাকি টিকিটের ক্ষেত্রে বা কাউন্টের থেকে নিলে কোনরকম ইন্সুরেন্স কোম্পানি থেকে বীমা প্রোভাইড করবে না।

Rail Insurance Update 2024

তাই এখন অনলাইনে টিকিট বুক করে যাবার চেষ্টা করবেন এবং নিজের পরিবারের জন্য একটু খেয়াল রাখবেন কারণ কোন সময় দুর্ঘটনা ঘটে গেলে তার পরিবারের কি হবে সেই ভাবনা চিন্তা করেই ১০ লক্ষ টাকার বীমা চালু করেছে রেলের পক্ষ থেকে।

নতুন চাকরির খবর – Click Here

Leave a Comment