সরকার ফ্রিতে প্যান কার্ড 2.0 দিচ্ছে, কিভাবে আবেদন করবেন, New Pan Card Update Apply 2024

By Admin

Published on:

New Pan Card Update Apply 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

New Pan Card Update Apply 2024 – কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন করে প্যান কার্ডের বিশাল বড় আপডেট উঠে এসেছে। এবার প্রত্যেকেই ফ্রিতে প্যান কার্ড পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। ২৫ শে নভেম্বর ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী সভার বৈঠকে এই ঘোষণা অনুষ্ঠিত হয়। বিস্তারিত তথ্যের নিম্নে উল্লেখ করা হয়েছে। New Pan Card Update Apply 2024

New Pan Card Update Apply 2024

২.০ ফ্রিতে প্যান কার্ড কিভাবে পাবেন এবং কোথায় আবেদন করতে হবে। আগের পুরনো প্যান কার্ড কি এখন চলবে না বিস্তারিত তথ্য বা প্রশ্ন এবং উত্তর রয়েছে আজকের এই প্রতিবেদনে। New Pan Card Update Apply 2024

কেন্দ্র সরকারের পক্ষে এই ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেককে ফ্রি প্যান কার্ড দেওয়া হবে যাদের আগে থেকে প্যান কার্ড রয়েছে এবং সেই প্যান কার্ডটি আপডেট করা হয়েছে। ২.০ ফ্রিতে প্যান কার্ড দেওয়া হবে এবং আগে থেকে প্যান কার্ড নম্বরটি রয়েছে তাদের প্যান নম্বর চেঞ্জ হবে না শুধুমাত্র প্যান কার্ড টি চেঞ্জ হবে।

New Pan Card Update Apply 2024

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আয়কর বিভাগের পক্ষ থেকে প্যান কার্ড ২.০ নতুন তৈরি করার আদেশ দিয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ড পাঠানো হবে।

আপনারা ফ্রিতে প্যান কার্ডটি পাওয়ার জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইলে অনলাইনে মাধ্যমে অথবা যে কোন সাইবার ক্যাফে গিয়ে সরাসরি প্যান কার্ডটার জন্য আবেদন করতে পারবেন।

New Pan Card Update Apply 2024

কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে প্যান কার্ড টি ইমেল এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন দেখুন :

১) সর্বপ্রথম নিচে দেওয়া ওয়েবসাইটে সকলকে ভিজিট করতে হবে।
২) লিংকটাতে ক্লিক করার পরে সম্পূর্ণ আধার কার্ডের তথ্য দিয়ে ফর্মটি পুনরায় সঠিকভাবে ফিলাপ করতে হবে।
৩) আরো জানানো হয়েছে আগের পুরনো প্যান কার্ড নম্বর ও ডেট অফ বার্থ, নাম সম্পূর্ণ একই থাকতে হবে। তাহলে ফ্রিতে প্যান কার্ড টি পাওয়া যাবে।
৪) প্যান কার্ডের সাথে যে সমস্ত প্রার্থীর মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করলে সম্পূর্ণ আবেদন কমপ্লিট হয়ে যাবে।

৫) সম্পূর্ণ নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার পরে মোটামুটি ত্রিশ মিনিট পরেই নতুন প্যান কার্ডের ই প্যান কার্ড টি ইমেল এর মাধ্যমে চলে আসবে প্রত্যেকেরই।

New Pan Card Update Apply 2024

উপরের সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ে নিচে দেওয়ার লিংকটাতে সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন সম্পূর্ণ ফ্রি নতুন প্যান কার্ড আপডেট এবং প্যান কার্ডটি পাওয়ার জন্য।

New Apply Click Here
নতুন চাকরির খবর Click Here

Leave a Comment