CSB Job Recruitment Notification 2024 – রাজ্যে সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে বিরাট বড় নতুন খুশির খবর। সেন্ট্রাল স্কিল বোর্ডে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা আর দেরি না করে তাড়াতাড়ি প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ে আবেদন করুন।
CSB Job Recruitment Notification 2024
কেন্দ্রীয় সিল্ক বোর্ডে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদন স্টেপ বাই স্টেপ নিম্নে আলোচনা করা হয়েছে। CSB Job Recruitment Notification 2024
নিয়োগ কারী সংস্থা – সেন্ট্রাল সিল্ক বোর্ড পক্ষ থেকে এই আবেদন শুরু হয়েছে।
পদের নাম কি কি – এখানে নতুন করে Join Secretary (Technical), Join Director(Administration), Deputy Director(Finance), Deputy Director(Admn, & Accts.), Deputy Director (Official Language), Deputy Director(Publicity), Deputy Director(Statistics), Assistant Director(Admin, & Accts.), Assistant Engineer এ সমস্ত পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে।
মোট শূন্যপদ – 17 টি।
বেতন সীমা কত – আবেদন করার পরে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে শুরুতে মাসিক বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ২,০৯,২০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে সকল চাকরি প্রার্থীদের বেতন বৃদ্ধি করা হবে।
বয়স সীমা – আবেদন করার জন্য সকল চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৫৬ বছর এর মধ্যে থাকতে হবে। এর পাশাপাশি বয়স হিসেব করতে হবে ১১ই ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে – ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রী অর্জন করে থাকতে হবে এর পাশাপাশি আরও ভিন্ন ভিন্ন যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তাই আপনাদের সুবিধার জন্য নিচে স্ক্রিনশটটি উল্লেখ করা হয়েছে দেখে নিতে পারেন।

আবেদন পদ্ধতি – এখানে অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা এই প্রতিবেদনের নিম্নে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তি শেষে আবেদন পত্রটি রয়েছে।
আবেদন পত্রটি হাতে-কলমে সুন্দর করে ফিলাপ করে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট স্থানে আবেদনপত্র পাঠিয়ে দিলে আবেদনকারীর আবেদন সম্পূর্ণ হবে।
নিয়োগ প্রক্রিয়া কিভাবে – বিজ্ঞপ্তি অনুযায়ী সকল চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এবং এখানে কিভাবে নিয়োগ হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
- আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট –
- জন্মের প্রমাণপত্র
- মাধ্যমিকের এডমিট কার্ড
- আধার কার্ড অথবা ভোটের কার্ড অথবা রেশন কার্ড
- মাধ্যমিকের মার্কশীট
- মাধ্যমিকের সার্টিফিকেট
- বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো
- এছাড়াও অন্যান্য
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Secretary, Central Skill Board, CSB Complex, B.T.M. Layout, Madivala, Hosur Road, Bangalore – 560068
আবেদনের শেষ তারিখ – আগামী ১১ ই ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে উপরে দেওয়া ঠিকানায় আবেদনপত্র সরাসরি জমা করলে আবেদন সম্পূর্ণ হবে।
Website Link | Click Here |
Notification | Download |
নতুন চাকরি খবর | Click Here |