ব্লকে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ পরীক্ষা ছাড়াই, Block Surveyor Job Recruitment 2024

By Admin

Published on:

Block Surveyor Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Block Surveyor Job Recruitment 2024 – রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও নতুন সুখবর। ব্লকের সার্ভেয়ার পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ করা হবে ব্লকে ব্লকে। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।Block Surveyor Job Recruitment 2024

Block Surveyor Job Recruitment 2024

সার্ভেয়ার পদে আবেদন করার জন্য বিশেষ প্রয়োজন রয়েছে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
১) পদের নাম কি কি
২) বয়স সীমা কত
৩) বেতন সীমা কত
৪) শিক্ষাগত যোগ্যতা
৫) নিয়োগ প্রক্রিয়া
৬) আবেদন পদ্ধতি
৭) আবেদন ফি
৮) আবেদনের শেষ তারিখ

পদের নাম – এখানে নতুন করে সার্ভেয়ার (Surveyor) পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।

Block Surveyor Job Recruitment 2024

বেতন সীমা কত – সার্ভের পদে চাকরি হলে মাসিক বেতন শুরুতে ১২,০০০/- হাজার টাকা প্রদান করা হবে। পরবর্তীকালে বেতন বাড়ানোর সুযোগ সুবিধা রয়েছে।

বয়স সীমা – এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন নথিভুক্ত করতে পারবেন। বয়স বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদন নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে দেখুন।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে:
১) ব্লকে সার্ভেয়ার পদে আবেদন করার জন্য এখানে অবসরপ্রাপ্ত কর্মীরাই শুধুমাত্র আবেদন নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য জানার জন্য অফিসের নোটিশটি মনোযোগ সহকারে দেখুন।

Block Surveyor Job Recruitment 2024

আবেদন পদ্ধতি – সকল চাকরি প্রার্থীদের এখানে আগে থেকে কোনরকম আবেদন নথিভুক্ত করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হতে হবে চাকরিপ্রার্থীদের।

নিয়োগ প্রক্রিয়া – এখানে সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ কবে এবং কোথায় হবে সে বিষয়ে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র :
১) জন্মের প্রমাণ পত্র
২) PPO প্রমাণপত্র
৩) যোগ্যতার সার্টিফিকেট
৪) যোগ্যতার মার্কশিট
৫) জাতিগত শংসাপত্র
৬) আধার কার্ড
৭) ভোটের কার্ড
প্রতিটি ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড (Self Attested) করে নিয়ে আসতে হবে ইন্টারভিউ এর স্থানে।

Block Surveyor Job Recruitment 2024

ইন্টারভিউ শুরু তারিখ – আগামী ২৬ শে নভেম্বর ২০২৪ সকাল ১১:৩০ মিনিটে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। চাকরিপ্রার্থীদের ১০:৩০ মিনিটে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের স্থানে।

ইন্টারভিউ স্থান – The Chamber of Additional District Magistrate(Dev), Room No -105 (1st Floor) at Collectorate Building Malda,

আবেদান ফি – এখানে কোনরকম আবেদনমূল্য ছাড়াই সরাসরি চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ উপস্থিত এবং ইন্টারভিউ দিতে পারবেন।

আবেদনের শেষ তারিখ – আগামী ২৬ শে নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১১:৩০ মিনিটে পর্যন্ত ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হতে পারবেন। তাই আবেদন করার পূর্বে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে অথবা বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে দেখে বুঝে অবদান করুন।

Notification Download
Website Link Click Here
নতুন চাকরি খবর Click Here

Leave a Comment