PM Home Loan কিভাবে পাবেন? | PM Home Loan | pm home loan apply online

By Admin

Published on:

PM Home Loan
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Home Loan : সরকারের তরফ থেকে বাড়ি বানানোর জন্য বা নতুন বাড়ি কেনার জন্য খুব সহজে লোন পাওয়া যায় Pradhan Mantri Awas Yojana (PMAY) স্কিমের মাধ্যমে। এই লোনে সুদের ওপর বড় ধরনের ছাড় পাওয়া যায়। PM Home Loan

PM Home Loan এর সুবিধা কী?

  • সুদের উপর সর্বোচ্চ ₹2.67 লক্ষ টাকা পর্যন্ত ছাড়।
  • কম সুদে লোন পাওয়া যায়।
  • বাড়ি তৈরি, বাড়ি কেনা বা পুরনো বাড়ি মেরামত করার জন্য লোন।
  • সহজে আবেদন করার সুবিধা

কে কে এই লোন পাবে? (যোগ্যতা)

  • যার নিজের নামে বা পরিবারের নামে কোন পাকা বাড়ি নেই।
  • আগে কখনও সরকারি বাড়ি বা লোনের সুবিধা নেননি।
  • ভারতীয় নাগরিক হতে হবে।

PM Home Loan

ইনকামের ভিত্তিতে ভাগ:

ক্যাটাগরি  বার্ষিক আয় সুদের ছাড়
EWS ₹3 লক্ষ পর্যন্ত  6.5%
LIG ₹3 লক্ষ – ₹6 লক্ষ 6.5%
MIG-I ₹6 লক্ষ – ₹12 লক্ষ 4%
MIG-II ₹12 লক্ষ – ₹18 লক্ষ 3%

PM Home Loan এর জন্য যেসব ডকুমেন্ট লাগবে:

  1. আধার কার্ড (আবশ্যিক)
  2. পরিচয়পত্র (ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স)
  3. ঠিকানার প্রমাণ
  4. আয়ের প্রমাণ (সেলারি স্লিপ/আয়কর রিটার্ন)
  5. ব্যাংক স্টেটমেন্ট
  6. প্রপার্টি সংক্রান্ত কাগজপত্র

PM Home Loan

অনলাইনে আবেদন করার পদ্ধতি:

  • সরকারি ওয়েবসাইটে যান 👉 https://pmaymis.gov.in
  • মেনু থেকে ‘Citizen Assessment’ অপশনে ক্লিক করুন।
  • আপনার আধার নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করুন।
  • ব্যক্তিগত তথ্য, ঠিকানা, আয়ের তথ্য দিন।
  • আবেদন জমা দিন এবং রিসিপ্ট ডাউনলোড করে নিন।
  • তারপর নিকটস্থ ব্যাংক বা হাউজিং ফাইন্যান্স কোম্পানিতে গিয়ে লোনের জন্য আবেদন করুন।

অফলাইনে আবেদন করার পদ্ধতি:

  • আপনার নিকটবর্তী যেকোনো সরকারি অনুমোদিত ব্যাংক বা হাউজিং ফাইন্যান্স অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।
  • ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে জমা দিন।
  • ব্যাংক যাচাই করে লোন অনুমোদন করবে।

সরকারি ওয়েবসাইট: (PM Home Loan)

👉 https://pmaymis.gov.in

আরও পড়ুন : Latest Govt & Private Job Vacancy in West Bengal – Apply Now 2025

সিদ্ধান্ত:

PM Home Loan (Pradhan Mantri Awas Yojana) এর মাধ্যমে কম সুদে নিজের বাড়ি বানানো এখন আর কোনো স্বপ্ন নয়। সহজেই আবেদন করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করুন।

All Job News Click Here
Apply Lone Click Here

Leave a Comment