DVC Post Job Recruitment 2024 – আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও নতুন খুশির খবর। দামোদর ভ্যালি কর্পোরেশন এর পক্ষ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। DVC Post Job Recruitment 2024
DVC Post Job Recruitment 2024
ইচ্ছুক চাকরি প্রার্থীরা চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি স্টেপ বাই স্টেপ নিচে উল্লেখ করা হয়েছে মনোযোগ সহকারে পড়ে বুঝে আবেদন করবেন। DVC Post Job Recruitment 2024
১) পদের নাম কি কি
২) বেতন সীমা কত
৩) বয়স সীমা কত
৪) শিক্ষাগত যোগ্যতা
৫) আবেদন পদ্ধতি কিভাবে
৬) নিয়োগ প্রক্রিয়া
৭) আবেদনের শেষ তারিখ
DVC Post Job Recruitment 2024
পদের নাম কি কি:
১) এখানে নতুন করে Sr. Advisor (Security Audit),Associate Advisor (Security Audit), Sr.Consultant (Security Audit),Associate Consultant (Security Audit) এ সমস্ত পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে।
বয়স সীমা কত:
১) আবেদন করার জন্য এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কোনরকম বয়স সীমা হিসেবে উল্লেখ করা হয়নি তবে এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে দেখুন।
বেতন সীমা কত:
১) চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন শুরুতে ১০,০০০/- টাকা প্রদান করা হবে। প্রতিটি পদে আলাদা আলাদা বেতন রয়েছে বিজ্ঞপ্তিতে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে।
DVC Post Job Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা :
১) এখানে আবেদন করার জন্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে তাহলে যে সমস্ত পদে নতুন আবেদন শুরু হয়েছে ফর্ম ফিলাপ করতে পারবে। যোগ্যতা বিষয়ে সম্পূর্ণ স্পষ্টভাবে জানার জন্য অফিসের নোটিশ দেখুন।
আবেদন পদ্ধতি কিভাবে:
১) ইচ্ছুক আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন অধিভুক্ত করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং ভিজিট করে সকলকেই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
পরবর্তীকালে এ রেজিস্ট্রেশন এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাকি ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করে যা যা ডকুমেন্ট চেয়েছে স্ক্যান করে আপলোড করে নিতে হবে এবং সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে।
DVC Post Job Recruitment 2024
নিয়োগ প্রক্রিয়া দেখুন:
১) চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আবারও সুখবর কেননা এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার পরীক্ষা হবে না। আবেদন সম্পন্ন হওয়ার পরে চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটে ইন্টারভিউ এর তারিখ উল্লেখ করা হবে সেই তারিখ অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে এবং দেশ সকল চাকরি প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের কাজে নিযুক্ত করা হবে।
আবেদনের শেষ তারিখ :
১) আবেদন শুরু হয়েছে আগামী ২৪ শে নভেম্বর ২০২৪ তারিখ থেকে অনলাইনে।
২) আবেদন শেষ হবে আগামী ১৫ ই ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইলে অথবা সাইবার ক্যাফে গিয়ে।
Website Link | Click Here |
Notification | Download |
নতুন চাকরি খবর | Click Here |