নতুন UGC NET পরীক্ষার আবেদন শুরু হলো অনলাইনে মাধ্যমে। UGC NET Apply Start 2024

By Admin

Published on:

UGC NET Apply Start 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UGC NET Apply Start 2024 – আগ্রহী সকল UGC পরীক্ষার জন্য নতুন করে মঙ্গলবারে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। যারা এই পরীক্ষার জন্য অনেকদিন থেকেও অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য সুখবর। কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। UGC NET Apply Start 2024

UGC NET Apply Start 2024

আগ্রহী সকল পরীক্ষার্থীরা ১০ এই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। প্রতি বছরই UGC NET পরীক্ষা হয় দুবার করে। বছরের জুন ও ডিসেম্বর মাসে এ দুটি পরীক্ষা ঘোষণা হয়। UGC NET Apply Start 2024

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর পক্ষ থেকে এই পরীক্ষার পরিচালনা সম্পন্ন করে। ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত তথ্য দেখতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে যে আলোচনা করা হলো।

UGC NET Apply Start 2024

পরীক্ষা শুরু হবে কবে:
আগামী ১ই জানুয়ারি থেকে ১৯ শে জানুয়ারি পর্যন্ত UGC NET পরীক্ষা নেওয়া হয়। সেখানে টোটাল 85টি নম্বরে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর পাশাপাশি কম্পিউটার বেস্ট টেস্ট অথবা সি বি টি টেস্টের মাধ্যমে পরীক্ষা চলে।

সকল প্রার্থীরা নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পারবেন কার পরীক্ষা কোথায় পড়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি বিজ্ঞপ্তি অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়।

UGC NET Apply Start 2024

আবেদন কিভাবে করবেন:
১) সর্বপ্রথম সকল পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
২) পরবর্তীকালে এ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে বাকি ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে এর পাশাপাশি যা যা ডকুমেন্ট চেয়েছে স্ক্যান করে আপলোড করে নিতে হবে।
৩) এখানে আবেদন মূল্য রয়েছে, সবাইকে আবেদন মূল্য প্রদান করে এপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে।
৪) আবেদন ফর্ম টি সাবমিট হয়ে গেলে তার একটি কপি প্রিন্ট আউট করে রেখে দিবেন পরবর্তীকালে ওই কপিটি কাজে লাগবে।

আবেদন মূল্য কত:
১) জেনারেল প্রার্থীদের ১,১৫০/- টাকা এবং ওবিসি প্রার্থীদের ৬০০/- টাকা SC /ST প্রার্থীদের ৩২৫/- টাকা প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। তাই আবেদন করার পূর্বে আবেদন মূল্য সঠিকভাবে দেখে নিয়ে আবেদন করবেন।

UGC NET Apply Start 2024

আবেদনের শেষ তারিখ:
আগামী ১০ই ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সকল পরীক্ষার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনে মাধ্যমে। যদি কোন কারণে এপ্লিকেশন ভুল হয়ে থাকে তাহলে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফর্মটি পুনরায় সংশোধন করতে পারবেন।

Website Link Click Here
Notification Download
নতুন চাকরি খবর Click Here

Leave a Comment